রাশিয়া ও কিয়েভ আলোচনা শুরু
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:৪৬ পিএম, ২৮ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ১২:৪৭ এএম, ১৫ নভেম্বর,শুক্রবার,২০২৪
কয়েক দিন যুদ্ধের পর রাশিয়া ও কিয়েভ আলোচনা শুরু করেছে। ইউক্রেন-বেলারাশ সীমান্তে এই আলোচনা হচ্ছে।
কিয়েভ জানিয়েছে, আলোচনায় তাদের লক্ষ্য অবিলম্বে যুদ্ধবিরতি এবং ইউক্রেন থেকে সকল রুশ সৈন্য প্রত্যাহার।
কিয়েভ থেকে বিবিসির আবদুজালিল আব্দুরাসুলভ বলছেন, ইউক্রেনীয় কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে তাদের প্রতিনিধিদল রাশিয়ার প্রতিনিধি দলের সাথে আলোচনা করতে ইউক্রেন-বেলারুশ সীমান্তে পৌঁছেছে।
তারা বলেছেন, তাদের কাছে প্রধান বিবেচ্য বিষয় একটি যুদ্ধবিরতি এবং ইউক্রেনের ভূখণ্ড থেকে সৈন্য প্রত্যাহার।
এর আগে জানা যায় যে লজিস্টিক এবং নিরাপত্তা সংক্রান্ত সমস্যার কারণে আলোচনা পেছানো হয়েছে।
গতকাল রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, তিনি এই আলোচনা থেকে কোন অগ্রগতি আশা করেন না।
তবে একইসাথে তিনি বলেন খুব ছোট হলেও তাদের এই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করা উচিৎ যাতে কেউ ইউক্রেনকে যুদ্ধ বন্ধ করার চেষ্টা না করার জন্য দোষ দিতে না পারে।
সূত্র : আলজাজিরা, বিবিসি ও সিএনএন