যুক্তরাষ্ট্রের উদ্ধার প্রস্তাব প্রত্যাখ্যান জেলেনস্কির
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৫:৩১ পিএম, ২৬ ফেব্রুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৫:১৮ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
উদ্ধারের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।
ওয়াশিংটন থেকে তাকে প্রস্তাব দেয়া হয়েছিল যে, তাকে উদ্ধার করায় সহায়তা প্রয়োজন কিনা। জবাবে জেলেনস্কি জানিয়ে দিয়েছেন- যুদ্ধ চলছে। আমার গোলাবারুদ দরকার। আমার (বিমানে চড়ার) কোনো রাইডের প্রয়োজন নেই।
গোয়েন্দা বিষয়ক সিনিয়র একজন কর্মকর্তা, যিনি এ বিষয়ে ভালভাবে জানেন তাকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্টও একই খবর দিয়েছে।
বলা হয়েছে, প্রেসিডেন্ট জেলেনস্কিকে সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র সরকার।
ওদিকে রাশিয়ার আগ্রাসনের জবাবে প্রেসিডেন্ট জেলেনস্কির ভূমিকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। কমেডিয়ান এবং অভিনেতা থেকে প্রেসিডেন্ট জেলেনস্কি এর আগে যুদ্ধের প্রস্তুতি সম্পর্কে বক্তব্য রেখেছিলেন।
তিনি বলেছিলেন, যখন তোমরা আমাদের আক্রমণ করবে তখন আমাদের সামনের দিক দেখবে। আমরা পশ্চাৎধাবন করবো না।