

ইউক্রেনে হামলা : সাত বছর পর তেলের ব্যারেল ১০০ ডলার ছাড়াল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:২২ এএম, ২৫ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ০৬:০৯ এএম, ২২ সেপ্টেম্বর,শুক্রবার,২০২৩

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলার ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারলপ্রতি বেড়ে ১০০ মার্কিন ডলার ছাড়িয়েছে। গত সাত বছরেরও বেশি সময়ে এই প্রথম তেলের দাম ১০০ ডলার ছাড়াল। হামলার খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও এশিয়ার শেয়ার বাজারে ২ থেকে ৩ শতাংশ পতন হয়েছে। বিবিসির এশিয়ার বিজনেস করেসপন্ডেন্ট ম্যারিকো ওই বলছেন, এখন যেখানে নিরাপদ মনে করছেন, সেখানে যাচ্ছেন বিনিয়োগকারীরা। গত এক বছরের মধ্যে সোনার দাম এখন সর্বোচ্চ। এছাড়া মার্কিন ডলার ও জাপানি ইয়েনের দামও বাড়ছে। ইউক্রেন ইস্যুতে গেল কয়েকদিন ধরেই আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গন সরগরম থাকলেও বৃহস্পতিবার সকাল থেকে নতুন মাত্রায় উত্তেজনা ছড়াচ্ছে। আজ সকাল ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষনা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর সঙ্গে সঙ্গেই ইউক্রেনের রাজধানী ও আরও বিভিন্ন অঞ্চল থেকে বিস্ফোরণের খবর পাওয়া যায়। বিস্ফোরণের খবর পাওয়া যায় রাশিয়া থেকেও।
এদিকে পুতিনের হামলার ঘোষণা আসার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তার দেশের নিরাপত্তা পরিষদ এবং প্রতিরক্ষা কাউন্সিলের প্রতি আহ্বান জানিয়েছেন সামরিক শাসন জারির ঘোষণা দেয়ার জন্য। এ নিয়ে জরুরি সভায় বসবে কাউন্সিল।