ডক্টরস প্লাটফর্ম ইন ফিনল্যান্ডের কার্যনির্বাহী কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৯ পিএম, ২০ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১২:৪৫ পিএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
ফিনল্যান্ডে ডক্টরস প্লাটফর্ম ইন ফিনল্যান্ড (বিডিপিএফ) এর কর্মসূচীকে বাস্তবায়ন করার জন্য আগামী ২ বছরের জন্য ১২ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সম্প্রতি (২৮ ডিসেম্বর ২০২১) ফিনল্যান্ডে অনুষ্ঠিত বিডিপিএফ এর ভার্চ্যুয়াল সাধারণ সভায় ২০২২-২০২৩ সালের জন্য দুই বছর মেয়াদি ১২ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে আলতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো. মঞ্জুরে মওলাকে সভাপতি (পুনঃ নির্বাচিত), ইষ্টার্ণ ফিনল্যান্ড বিশ্ববিদ্যালয়ের পোষ্ট ডক্টরাল গবেষক ইয়াসিনুর রহমানকে সদস্য সচিব, যুগ্ম সদস্য সচিব তাম্পেরে বিশ্ববিদ্যালয়ের পোষ্ট ডক্টরাল গবেষক রফিকুল হাইদার এবং হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয় থেকে ড. মোঃ আব্দুল হাইক কোষাধাক্ষ্য নির্বাচিত করা হয়েছে।
১২ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নির্বাচিত বিভিন্ন বিষয়ে দায়িত্বপ্রাপ্ত অন্য সদস্যরা হলেন, লাপ্পেরান্তা প্রোকৌশল বিশ্ববিদ্যালয়ের পোষ্ট ডক্টরাল গবেষক ড. মোঃ সানাউল হক (প্রোগ্রাম প্লানিং অ্যান্ড কলসাল্টেশন), যুগ্মভাবে লাপ্পেরান্তা প্রোকৌশল বিশ্ববিদ্যালয়ের ড. আনিসুর রহমান ফারুক ও ইষ্টার্ণ ফিনল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ড. তাহমিনা খানম (শিক্ষা এবং সংস্কৃতি), লাপ্পেরান্তা প্রোকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোঃ নাজমুল ইসলাম (আন্তর্জাতিক বিষয়), কনসালটেন্ট ড. এ কে এম সাইফুল্লাহ (কাপাসিটি বিল্ডিং এন্ড ট্রেইনিং), ওলু বিশ্ববিদ্যালয় থেকে ড. মোঃ করিম উল্লাহ্ (পার্টনারশিপ এ্যান্ড ডেভেলাপমেন্ট), এবং যুগ্মভাবে তাম্পেরে বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. এস এম সফিকুল আলম ও টেকনোট্রি করপোরেশন তাম্পেরে থেকে ড. মোঃ হিজবুল আলম (বিডিপিএফ নিউজলেটার ও যোগাযোগ)।
বর্তমান ৭৪ জন ডক্টর সদস্যের, ডক্টরস প্লাটফর্ম ইন ফিনল্যান্ডের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সকল সদস্য দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে বিডিপিএফকে আরও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বিডিপিএফ সম্পর্কে বিস্তারিত জানার জন্য ইংরেজিতে ক্লিক করুন ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট বিডিপিএফ ডট কম।
ডক্টরস প্লাটফর্ম ইন ফিনল্যান্ডের কার্যনির্বাহী কমিটি গঠন করার ভার্চ্যুয়াল সাধারন সভায় যারা অংশগ্রহণ করতে পেরেছিলেন- বিডিপিএফ এর সদ্য বিদায়ী সদস্য সচিব ড. আশরাফুল আলম, উপদেষ্টা ড. এস, এম হারুল-অর-রশীদ, উপদেষ্টা ড. সুনীল কুন্ডু, উপদেষ্টা ড. কাজী শামিম, উপদেষ্টা ড. গোলাম মোঃ সারোয়ার, নির্বাচিত নতুন উপদেষ্টা ড. এ এইস এম সামসুজ্জোহা, ড. কামরুল হাসান, ড. এ কে এম সাইফুল্লাহ, ড. এস এম সফিকুল আলম, ড. মোঃ আব্দুল হাই, ড. রফিকুল হাইদার, ড. আনিসুর রহমান ফারুক ড. মোঃ হিজবুল আলম, ড. মো. সানাউল হক, ড. মো. করিম উল্লাহ, ড. তাহমিনা খানম, ড. ইয়াছিনুর রহমান, ড. নাজমুল ইসলাম এবং ড. মো. মঞ্জুরে মওলা (মুঞ্জুর)।