ওয়াশিংটন ডিসি বিএনপি'র নবগঠিত কমিটির সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩২ এএম, ১৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৪:৩৫ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
গত ১০ই ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওয়াশিংটন ডিসির নবগঠিত কমিটির উদ্যোগে হলিডেইন এক্সপ্রেস হোটেলের কনফারেন্স রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওয়াশিংটন ডিসি বিএনপি'র সভাপতি ইঞ্জিনিয়ার হাফিজ সোহায়েলের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন এর পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় বিপুল সংখ্যক ওয়াশিংটন ডিসি প্রবাসী বাংলাদেশীরা অংশ গ্রহণ করেন। শফিক মোল্লার কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় এবং প্রথমেই বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনা করে মহান আল্লাহ সুবহানাহুতা'আলার কাছে দোয়া করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়াশিংটন ডিসি বিএনপি'র প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম বিশিষ্ট সমাজসেবক এটিএম আলম, ডঃ হুমায়ুন খালিদ ও জাহাঙ্গীর মহিউদ্দিন। মঞ্চে আরো উপস্থিত ছিলেন, ডিসি বিএনপি'র নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন।
ফুলের তোড়া উপহার দিয়ে নবগঠিত কমিটিকে স্বাগত জানায় ওয়াশিংটন ডিসি প্রবাসী বাংলাদেশিরা। সভায় বক্তারা ওয়াশিংটন ডিসি বিএনপি'র নবগঠিত কর্মকর্তাদের বিগত কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন সাথে সাথে তারা এও আশা করেন ভবিষ্যতে এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
বক্তারা আরো বলেন, ওয়াশিংটন বিএনপি তাদের জন্যই উন্মুক্ত যারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ।
তারা আরো বলেন, দলের ভেদাভেদ ও মত পার্থক্য ভুলে না গিয়ে যারা বেগম খালেদা জিয়ার এই দুঃসময়ে দলের সাথে কাজ না করা এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে অংশ গ্রহণ না করাটাই প্রমাণ করে যে দল ও দেশ থেকে তাদের কাছে ব্যক্তি স্বার্থটাই বড়।
তদুপরি দেশ ও দলের এই সংকটে সবাই কে মতভেদ ভুলে একই পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়। এখনো সময় আছে নিজেদের কে শুধরে নিয়ে দেশ ও দলের জন্য কিছু করার। সভায় অবিলম্বে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার সুযোগ প্রদান করার জন্য সরকারের নিকট দাবি জানানো হয়। তারা আর ও স্মরণ করিয়ে দেন বাংলাদেশ সরকারকে এক মাঘে শীত যায় না।
আরও বক্তব্য রাখেন, ওয়াশিংটন ডিসি বিএনপি'র নবনির্বাচিত সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শাহাদাত এইচ সোহরাওয়ার্দী, কাজী এম রহমান, মজনু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সালেহ মনসুর পরশ, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মঈন উদ্দিন বিপ্লব, সহ-সাংগঠনিক সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার আবদুল মুক্তাদির, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, জাহিদ খান, ক্যাপ্টেন আরিফ উল ইসলাম, মোখলেসুর রহমান, গাজী কামরুল ইসলাম, নূর হোসেন বাহাদুর, মোহাম্মদ শাহজাহান সিরাজ, মাসুমা আক্তার মেরিন, পল্লব আনসারী ও আহাম্মেদ তারিকুর রহমান জনি।