এবার মমতাকে নেপাল যেতে বাধা মোদি সরকারের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৪৪ এএম, ১২ ডিসেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ০৫:২৭ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নেপালের একটি রাজনৈতিক দলের কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে কেন্দ্রে থাকা নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার তাকে নেপাল যাওয়ার অনুমতি দেয়নি। এর আগে চীন ও ইতালি যেতে চাইলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বিদেশ যেতে দেয়নি কেন্দ্রীয় সরকার।
আনন্দবাজারের খবরে বলা হয়, নেপালের প্রথম সারির রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের বার্ষিক কর্মসূচিতে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল মমতাকে। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও নেপালি কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেউবা চিঠি লিখেছিলেন তৃণমূল নেত্রীকে। কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কোন যুক্তিতে একটি বিদেশি রাজনৈতিক দলের কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছে। যার উত্তরও দেয় নবান্ন। কিন্তু শোনা যাচ্ছে, তারপরও মমতাকে অনুমতি দেওয়া হয়নি। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে চীন ও ইতালি সফরের অনুমতি দেওয়া হয়নি। গত সেপ্টেম্বরে রোম সফরের অনুমতি না পাওয়া নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন মমতা।
তিনি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী বিদেশ গেলেন, অথচ আমাকে কেন যেতে যেওয়া হলো না?’ এরপর তার অভিযোগ, ‘আমাকে হিংসে করে বলেই আটকানো হলো।