দিল্লির আদালতে গুলি নিহত ৩
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:২৯ পিএম, ২৪ সেপ্টেম্বর,শুক্রবার,২০২১ | আপডেট: ০২:০৯ পিএম, ১ ডিসেম্বর,রবিবার,২০২৪
ভারতের রাজধানী দিল্লির আদালতকক্ষে এলোপাতাড়ি গুলিতে হামলাকারীসহ কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুরে উত্তর দিল্লির রোহিণীতে আদালতকক্ষে এ ঘটনা ঘটে। খবর-টাইমস অব ইন্ডিয়া।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, এক মামলায় আদালতে আনা হয়েছিল দিল্লির কুখ্যাত সন্ত্রাসী জিতেন্দ্র গোগীকে। এ সময় দুইজন সন্ত্রাসী আইনজীবীদের পোশাক পরে আদালতকক্ষে প্রবেশ করে। পরে আদালতকক্ষেই বিরোধী গ্রুপের সন্ত্রাসীরা তার ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যায় গোগী। এ সময় পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীদের দু’জন নিহত হয়েছেন।
গত এপ্রিলে জিতেন্দ্র গোগীকে গ্রেফতার করে দিল্লি পুলিশের বিশেষ বিভাগ। সন্ত্রাসী গোগীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
রোহিণীর ডেপুটি পুলিশ কমিশনার প্রণব তয়াল বলেন, আইনজীবীর পোশাক পরে বন্দুকধারীরা আদালতের মধ্যেই গোগীর ওপর গুলি চালায়। তারপর পুলিশও পাল্টা গুলি চালিয়েছে।