পানশির জয়ের দাবি তালেবানের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:৪৯ পিএম, ৬ সেপ্টেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০১:৩৬ পিএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
আফগানিস্তানের পানশির উপত্যকার পূর্ণ দখল নেওয়ার দাবি করেছে তালেবান। তারা বলছে, এক সপ্তাহের বেশি সময়ের সহিংস যুদ্ধের পর পানশিরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে তারা। এর সঙ্গে সঙ্গে সমগ্র আফগানিস্তানে তালেবানের একচ্ছত্র অধিকার প্রতিষ্ঠিত হলো বলেও দাবি করেছে তারা।
আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
যদিও তালেবানের এই দাবি অস্বীকার করেছে পানশিরের বিদ্রোহী দল ন্যাশনাল রেসিস্ট্যান্স ফ্রন্ট (এনআরএফ)। দলটির মুখপাত্র আলী মাইসাম বিবিসিকে জানিয়েছেন, পানশির এখনো নিয়ন্ত্রণে নিতে পারেনি তালেবান। তিনি তালেবানের এই দাবিকে প্রত্যাখ্যান করেছেন।
এ প্রসঙ্গে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, এই বিজয়ের মাধ্যমে আমাদের দেশকে পুরোপুরি যুদ্ধের জলাভূমি থেকে বের করে আনা হয়েছে।
এর আগে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পানশির প্রদেশের নিয়ন্ত্রণকারী জাতীয় প্রতিরোধ ফ্রন্টের কমান্ডার আহমেদ মাসুদ যুদ্ধবিরতির ব্যাপারে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তালেবান তা নাকচ করে দিয়েছে তালেবান।
গত ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এসময় শুধু পানশির ছাড়া ৩৪টি প্রদেশের ৩৩টির নিয়ন্ত্রণ ছিলো তাদের হাতে। এবার পুরো দেশ নিয়ন্ত্রণে নিতে সক্ষম হলো তালেবান।