তালেবানদের মন্ত্রিপরিষদ ঘোষণা নিয়ে রাজপথে নারীদের প্রতিবাদ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭:১০ পিএম, ৩ সেপ্টেম্বর,শুক্রবার,২০২১ | আপডেট: ০১:১৯ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
নতুন সরকার গঠনের খুব কাছাকাছি আফগানিস্তানের তালেবানরা।
গতকাল বৃহস্পতিবার তারা যখন এ ঘোষণা দিয়েছে, তখন রাজপথে কয়েক ডজন নারী মন্ত্রিপরিষদে তাদের অধিকারের দাবিতে বিরল প্রতিবাদ র্যালী করছিলেন। আফগানিস্তানে তালেবানদের সামনে অনেক চ্যালেঞ্জ। তার মধ্যে ভয়াবহ অর্থনৈতিক প্রতিবন্ধকতা এবং জনমনে তাদেরকে নিয়ে গভীর অনাস্থা। সেই আর্থিক সঙ্কট কাটিয়ে উঠা এবং জনগণের কাছে নিজেদের গ্রহণযোগ্যতাকে প্রতিষ্ঠা করা এখন তাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তা করতে প্রয়োজন আন্তর্জাতিক আর্থিক ও সামাজিক সহযোগিতা। সেটা পেতে হলে নিজেদের কট্টর পন্থা থেকে বেরিয়ে আসতে হবে তালেবানদের। আনতে হবে সংস্কার।
তারা সবার অংশগ্রহণমূলক সরকার প্রতিষ্ঠার ইঙ্গিত দিলেও এখনও আন্তর্জাতিক সম্প্রদায় তাদেরকে স্বীকৃতি দেয়নি। উল্টো তারা কড়া নজরদারি রেখেছে।
বার্তা সংস্থা এএফপি’কে তালেবানের দুটি সূত্র বলেছেন, আজ শুক্রবার জুমার নামাজের পর নতুন একটি মন্ত্রিপরিষদ ঘোষণা করা হবে। যদি তাই হয়, তাহলে এটাই হবে ১৫ই আগস্ট কাবুল জয়ের পর প্রথম বড় কোনো মুহূর্ত। এর আগে বুধবার তালেবানরা সামরিক অস্ত্রশস্ত্র নিয়ে কান্দাহারে শক্তি প্রদর্শন করে র্যালী করেছে। অন্যদিকে পাঞ্জশির উপত্যকায় তালেবানদের বিরুদ্ধে বিরোধীদের লড়াই তীব্র হয়ে উঠেছে। সে দিকটিতে এখন বড় করে দেখা হচ্ছে না। এখন সবার নজর যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতিকে পুনর্গঠনের উপযোগী করে মন্ত্রিপরিষদ বা সরকার গঠন করতে পারে কিনা তালেবানরা, সেদিকে। সবার অংশগ্রহণ এতে নিশ্চিত হয় কিনা তাও নজরে রাখা হয়েছে।
সিনিয়র একটি সূত্র বুধবার ইঙ্গিত দিয়েছেন, নতুন মন্ত্রিপরিষদে কোনো নারী সদস্য থাকবেন না। ওই সূত্রটি হলেন তালেবানের সিনিয়র নেতা শের মোহাম্মদ আব্বাস স্ট্যানিকজাই।
তিনি বিবিসি’কে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, যেহেতু নারীরা কাজ করার অধিকার পাবেন, তাই কোন ভবিষ্যত সরকারের মন্ত্রিপরিষদে অথবা কোনো শীর্ষ পদে তাদের পদ নাও থাকতে পারে। কিন্তু পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন প্রায় ৫০ জন নারী। আফগানিস্তানের মতো দেশে এ ঘটনা বিরল।
র্যালীতে অংশগ্রহণকারী নারীরা তাদের কাজের অধিকার এবং নতুন সরকারে নারী প্রতিনিধিত্ব না রাখার প্রতিবাদে বিক্ষোভ করেছেন।
এসব নারী বলেছেন, আমরা ভীত নই। আমরা অধিকার চাই। এই বিক্ষোভের অন্যতম আয়োজক বশিরা তাহেরি।
তিনি বলেন, আমরা চাই নতুন মন্ত্রিপরিষদে নারীদের পদ রাখা হোক। এ জন্য আমােেদর সঙ্গে পরামর্শের আহবান জানাই তালেবানদের কাছে। তাদের কোনো জমায়েতে বা মিটিংয়ে আমরা কোনো নারীকে দেখতে পাচ্ছি না।