ভারতে বজ্রপাতে একদিনে কমপক্ষে ৫৮ জনের মৃত্যু
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৪৫ এএম, ১৩ জুলাই,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৪:১৫ এএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ভারতের উত্তরপ্রদেশ ও রাজস্থানে রবিবার বজ্রপাতে কমপক্ষে ৫৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। পুলিশ জানায়, এদের মধ্যে সবচেয়ে বেশি ১৪ জনের মৃত্যু হয়েছে উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলায়। কানপুর এবং ফতেহপুরে পাঁচ জন করে ১০ জন, কৌশাম্বীতে চার জন, ফিরোজাবাদ, উন্নাও এবং রায় বারেলিতে দুই জন করে ছয় জন এবং হারদই ও ঝাঁসিতে একজন করে দুজন নিহত হয়েছেন। রাজস্থানের একটি প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের রাজধানী জয়পুর, কোটা, জালাওয়ার ও ধলপুর জেলায় পৃথক বজ্রপাতে সাত শিশুসহ ১৮ জন নিহত হয়েছেন। ছয় শিশুসহ আহত হয়েছেন একুশ জন।
জয়পুরের পুলিশ কমিশনার আনন্দ শ্রীভাসতাভা জানান, জয়পুরে কমপক্ষে ১১ জন নিহত এবং আট জন আহত হয়েছেন। হতাহতরা আমের ফোর্টের একটি টাওয়ারে ওঠে বৃষ্টির মধ্যে সেলফি তুলছিলেন। স্টেশন হাউস অফিসার মুকেশ তিয়াগি জানান, কোটার গর্দা গ্রামে গাছের নিচে গবাদিপশুসহ আশ্রয় নিলে বজ্রপাতে ঘটনাস্থলেই চার শিশু মারা যায়। প্রায় দশটি ছাগল ও একটি গরুও মারা গেছে। এ ছাড়াও, রাজস্থানের ধলপুর জেলায় তিন শিশু এবং জালাওয়ার লালগাঁও গ্রামে বজ্রপাতে এক মেষপালকের মৃত্যু হয়েছে।
২০০৪ সালের পর থেকে ভারতে প্রতিবছর গড়ে প্রায় দুই হাজার মানুষ বজ্রপাতে মারা যান। একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, টাওয়ারটি আমের ফোর্টের সবচেয়ে জনপ্রিয় আকর্ষণ। বজ্রপাতে নিহতদের বেশিরভাগই তরুণ। এ ঘটনায় যারা মারা গেছেন, তাদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।