গণতন্ত্র পুনরোদ্ধারে দলের নেতাকর্মীদের রাজপথে থাকতে হবে : বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৮ পিএম, ২১ ডিসেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৩:৫৩ এএম, ৩ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
আগামী ৩০ ডিসেম্বর গণমিছিল সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি প্রস্তুতি সভা করেছে।
আজ বুধবার বিকেলে নয়াপল্টনস্থ ভাসানী ভবন মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।
সভায় বক্তাগন আগামী ৩০ শে ডিসেম্বরের গণমিছিল সর্বাত্নক ভাবে সফল করতে জনগণের সাথে দলের নেতাকর্মীদের জনসম্পৃক্ততা তৈরি করার আহবান জানিয়ে বলেন, আগামী ৩০ শে ডিসেম্বর জনগনের গণ মিছিলে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে সামিল হতে হবে। এজন্য গণতন্ত্র পুনরোদ্ধারে না হওয়া পর্যন্ত প্রতিটি নেতাকর্মীদের ইস্পাত-দৃঢ় ঐক্য নিয়ে রাজপথে থাকতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক আ ন ম সাইফুল ইসলামসহ দলের নেতৃবৃন্দ,থানার সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকবৃন্দ, ওয়ার্ড কমিরি সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সদস্যসচিবগণ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী।