বেসিক-পদ্মা ব্যাংক একীভূত হচ্ছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০০ এএম, ৩০ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৯:০৪ এএম, ২৮ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের সঙ্গে পদ্মা ব্যাংক একীভূত হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘এ বিষয়ের খসড়া হয়ে গেছে, আমরা সেটি সংসদে নিয়ে যাবো এবং সেখানে অনুমোদন হওয়ার পর একীভূতকরণ কার্যক্রম শুরু হবে।’
আজ বুধবার মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, ‘আমি এখনো আবেদন পাইনি। পদ্মা ব্যাংকের বর্তমান মালিকানা কাঠামোতে রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রণী, রূপালী, জনতা ব্যাংকের শেয়ার আছে। ব্যাংকটির পরিচালনা বোর্ডেও তারা আছেন। আমরা অবশ্যই এ প্রস্তাব বিবেচনা করতে পারি। আইনটি আগে হতে হবে, যার পরিপ্রেক্ষিতে এটি হবে।’
‘ব্যাংকটিতে যারা শেয়ার হোল্ডার হিসেবে আছেন, যারা ঋণগ্রহীতা বা ডিপোজিট রেখেছেন, তাদের দিকটিও আমাদের দেখতে হবে। তাই পদ্মা ব্যাংক যাতে বন্ধ না হয়ে যায়, ব্যাংকটি চলমান রাখার জন্যই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সহযোগিতার জন্য এগিয়ে এসেছে’ বলেও জানান অর্থমন্ত্রী।
তিনি আরও বলেন, ‘পদ্মা ব্যাংকের সঙ্গে যারা জড়িত ছিলেন, তারা ব্যাংকটি ভালোভাবে চালাতে পারেননি। সেখানে অনেক দুর্নীতি হয়েছে। আপনারা জানেন, আমরাও শুনেছি। তারা কীভাবে দুর্নীতিতে জড়িত হয়েছে, সেটা এখনো আমরা জানতে পারিনি। কারণ যারা অন্যায় করেছে, দুর্নীতি করেছে, তার প্রাইমারি স্টেটমেন্ট ছিল। সেটির ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আইনি প্রক্রিয়া চলছে এবং তারা এখন জেলে আছেন।’