গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১৭, আক্রান্ত ২ হাজার ২৭৫ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৪ এএম, ২১ নভেম্বর,শনিবার,২০২০ | আপডেট: ০২:৪২ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
করোনাভাইরাসের থাবায় গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে ২ হাজার ২৭৫ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৩২২ জনে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লাখ ৪৩ হাজার ৪৩৪ জনে।
নতুন যে ১৭ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১১ এবং নারী ছয়জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ হাজার ৮৬৩ জন বা ৭৬ দশমিক ৯২ শতাংশ। এছাড়া নারী ১ হাজার ৪৫৯ জন বা ২৩ দশমিক ০৮ শতাংশ মারা গেছেন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের সরকারি ও বেসরকারি ১১৭ ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৫৯৫টি। আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৬০৭টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হলো ২৬ লাখ ২২ হাজার ৫৪৯টি।