টিকা কিনতে ৮ হাজার কোটি টাকা দেবে এডিবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৬ এএম, ৩০ এপ্রিল,শুক্রবার,২০২১ | আপডেট: ১২:০৮ পিএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
করোনাভাইরাসের টিকা কেনার জন্য বাংলাদেশকে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৯৪ কোটি ডলার দেবে। যা দেশীয় মুদ্রায় প্রায় আট হাজার কোটি টাকা। এই অর্থ পাওয়া নিয়ে এডিবির সঙ্গে সরকারের আলোচনা চলছে। এডিবি ডেভেলপমেন্ট আউটলুক ২০২১ শীর্ষক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
গতকাল বুধবার সংস্থাটির ঢাকা কার্যালয়ে আয়োজিত এক অনলাইন সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
এতে উপস্থিত ছিলেন এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ ও কর্মকর্তা সুন চাঙ হং। টিকা কেনা ও বাজেট সহায়তা মিলিয়ে বাংলাদেশকে এডিবির প্রায় ১১৫ কোটি ডলার দেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। সব মিলিয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছ থেকে প্রায় ২০০ কোটি ডলার বা ১৭ হাজার কোটি টাকা পেতে পারে বাংলাদেশ। টিকা প্রদান কর্মসূচির মাধ্যমে কোভিড-১৯-এর দ্বিতীয় ঢেউ সামাল দেয়া সম্ভব হবে বলে মনে করে এডিবি।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে মনমোহন প্রকাশ বলেন, অ্যাস্ট্রাজেনেকা টিকার জন্য শুধু ভারতের সেরাম ইনস্টিটিউটের ওপর নির্ভরশীল না হয়ে বিকল্প উৎস খোঁজা উচিত। কোরিয়া ও থাইল্যান্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা বানায়। এ ছাড়া স্পুটনিক-ভি ও সিনোভ্যাক্স নিয়েও আলোচনা এগিয়ে যাচ্ছে। কারণ, এই মুহূর্তে মূল চ্যালেঞ্জ হলো টিকা সরবরাহ।