করোনায় মারা গেলেন ডা. শামসুজ্জামান তুষার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১১ এএম, ২৫ এপ্রিল,রবিবার,২০২১ | আপডেট: ০৯:১৯ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন স্বাস্থ্য অধিদফতরের ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের পরিচালক অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ (একেএম) শামসুজ্জামান তুষার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৯ বছর।
আজ শনিবার সকাল ৭টায় রাজধানীর মহাখালীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
একেএম শামসুজ্জামান তুষারের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন, গ্যাস্ট্রোলিভার হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. ফারুক আহমেদ। এ সময় তিনি বলেন, একেএম শামসুজ্জামান তুষার করোনায় আক্রান্ত হয়ে গত ১২ এপ্রিল থেকে চিকিৎসাধীন ছিলেন। স্বাস্থ্য অধিদফতরের একজন নিবেদিত কর্মী হিসেবে তিনি মহামারি করোনাকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের পরিচালক হিসেবে করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষার ক্ষেত্রে দায়িত্ব পালন করে আসছিলেন। তার প্রতিষ্ঠানে এককভাবে কোনো ল্যাবরেটরিতে সর্বোচ্চ সংখ্যক সাত লাখেরও বেশি নমুনা পরীক্ষা হয়েছে। পরিচালক হয়েও তিনি নিজে ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা করতেন ও কর্মকর্তা-কর্মচারীদের উৎসাহ দিতেন। তার মৃত্যুতে স্বাস্থ্য অধিদফতরসহ স্বাস্থ্য খাতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল। তিনি রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।