গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৭৫ জন, মৃত্যু ৫২ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৭ পিএম, ৫ এপ্রিল,সোমবার,২০২১ | আপডেট: ০৬:১৬ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরো ৭ হাজার ৭৫ জন। এ নিয়ে এ পর্যন্ত সরকারি হিসাবে শনাক্ত হলেন ৬ লাখ ৪৪ হাজার ৪৩৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৫২ জন, এখন পর্যন্ত মারা গেছেন ৯ হাজার ৩১৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৯৩২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ৫৫ হাজার ৪১৪ জন।
আজ নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।
এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ২৩ দশমিক ৪০শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ১৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ৪৫শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৩১ হাজার ৯৭৯টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ২৩৯টি। দেশে এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৮ লাখ ১৩ হাজার ৬২৪টি।