ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৭ পিএম, ২৪ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৭:৪৭ এএম, ৫ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
ডেঙ্গুতে মৃত্যুর তালিকা প্রতিদিনই লম্বা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৮ জনে।
অক্টোবরের ২৪ দিনেই মারা গেছেন ১০৫ জন। যা এবছরে সর্বোচ্চ মৃত্যু। একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১০২৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ২২৫ জনে।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক তথ্যে এটা জানানো হয়।
এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১০২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৩৯৯ জন রয়েছেন। এছাড়াও ঢাকা বিভাগে ১৯৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৩ জন, বরিশাল বিভাগে ৮৮ জন, খুলনা বিভাগে ১৩২ জন, ময়মনসিংহ বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ১৯ জন, সিলেটে বিভাগে ৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ২৪শে অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫৪ হাজার ২২৫ জন। যাদের মধ্যে ৬৩ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৭ শতাংশ নারী। এছাড়া এখন পর্যন্ত মৃত ২৬৮ জনের মধ্যে ৪৬ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৫৩ দশমিক ৪ শতাংশ নারী।
দিনকাল/এসএস