কাপাসিয়ায় করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৫ পিএম, ৮ ফেব্রুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ০২:১৮ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
গাজীপুরের কাপাসিয়ায় কোভিট-১৯ এর প্রতিশেধক টিকাদান কর্মসূুচি উদ্বোধন করা হয়েছে।
গতকাল রবিবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে কাপাািসয়ায় টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নিবাহী অফিসার মোসা: ইসমত আরা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রধান প্রমুখ।
এ টিকাদানের বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সালাম সরকার জানান, কাপাসিয়া উপজেলায় প্রথম ধাপে ৩ হাজার ডোজ টিকা এসেছে। প্রথম ডোজ হিসাবে করোনার টিকাদান শুরু হয়েছে। যাদের রেজিষ্ট্রেশন করা হয়েছে তাদের মধ্য থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই টিকা দেয়া হবে।
টিকার দ্বিতীয় ডোজ ২৮ দিন পরে আবার দেয়া হবে। টিকা দেয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩টি ব্যুথে ২ জন করে দক্ষ স্বাস্থ্যকর্মী ও ৪ জন করে স্বেচ্ছাসেবক নিয়োগ দেয়া হয়েছে।