আজ রবিবার সারাদেশে শুরু হয়েছে টিকাদান প্রক্রিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৪ পিএম, ৭ ফেব্রুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০২:৫০ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
করোনাভাইরাসের টিকা নিয়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ রবিবার দুপুর ১টার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি টিকা নেন।
টিকা গ্রহণ করলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। আজ রবিবার দুপুরে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট, ঢাকায় সস্ত্রীক কোভিট-১৯ টিকা গ্রহণ করেন তিনি।
ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাসের প্রথম টিকা নিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য (এমপি) ও সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন। আজ রবিবার বেলা ১১টার দিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আয়োজিত করোনার টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান শেষে টিকা নেন তিনি।
করোনাভাইরাসের টিকা নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ রবিবার সকালে মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনার টিকা নেন তিনি। পরে এখানে আরও কয়েকজন মন্ত্রী ও উচ্চপর্যায়ের ব্যক্তিরা টিকা নিয়েছেন।
দেশে গণটিকাদানের প্রথম দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)টিকা নিলেন সুপ্রিম কোর্টের তিন বিচারপতি। তারা হলেন- বিচারপতি জিনাত হক, বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি রুহুল কুদ্দুস। আজ রবিবার সকাল ৯টার দিকে বিএসএমএমইউয়ে তারা টিকা নেন।
নরসিংদীতে পুলিশের পাঁচ সদস্যসহ প্রথম দিনেই টিকা নিয়েছেন ২৮জন। পুলিশ সদস্য ছাড়া ১২ জন স্বাস্থ্যকর্মী, জেলা প্রশাসনের ৯ জন, ও দুইজন সংবাদকর্মী রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন। আজ দুপুর ১টার দিকে টিকা নেন তিনি।
গাজীপুরে প্রথম টিকা নিয়েছেন সিভিল সার্জন ডা. মোঃ খাইরুজ্জামান।আজ রবিবার গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে ৩০ জনকে এ টিকা প্রদান করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্মুখসারির যোদ্ধা হিসেবে যারা টিকা নিয়েছেন তারা হলেন-সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক শিশির চক্রবর্তী, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব, সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল, সিলেট ওসমানী মেডিক্যালের কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. শাহবুদ্দিন, ওসমানী মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. আজিজুর রহমান রোমান, হাসপাতালের সেবিকা রাখি রানী সাহা, সিটি কাউন্সিলর তৌফিক বক্স লিপন, ইলিয়াছুর রহমান ইলিয়াছ।
সুনামগঞ্জে প্রথম করোনা ভ্যাকসিন নিয়েছেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য, স্বাস্থ্য ও সরকারি প্রতিষ্ঠানসংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মুহিবুর রহমান মানিক।
ভোলায় প্রথম দিন সাবেক সিভিল সার্জন রথীন্দ্রনাথ মজুমদার সস্ত্রীক ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ডা. খাদিজা বেগম টিকা নিয়েছেন।
হবিগঞ্জে প্রথম করোনার টিকা নিয়েছেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। এর পরই টিকা নিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রথম টিকা নিলেন সিলেটের বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা।
রবিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কেন্দ্রে প্রথমে ওসিকে টিকা দিয়ে এর শুভ সূচনা করা হয়।