সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৪, হাসপাতালে ১০৯৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৬ পিএম, ২ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৭:৩৭ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
ডেঙ্গুতে প্রতিদিনই মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। এবছরে ডেঙ্গু জ্বরে এখন পর্যন্ত দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এবছর ডেঙ্গু জ্বরে এখন পর্যন্ত ১৫২ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত রেকর্ড সংখ্যক ১ হাজার ৯৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এটা এবছর সর্বোচ্চ। এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭৫০ জনে। চলতি বছরে ৪০ হাজার ১০১ ডেঙ্গু রোগী সারা দেশে চিকিৎসা নিয়েছেন।
এরমধ্যে ২৭ হাজার ১৪৮ জন রাজধানী ঢাকায় এবং ১২ হাজার ৯৫৩ জন রোগী ঢাকার বাইরের রয়েছেন। অক্টোবরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ২১ হাজার ৯৩২ জন এবং মারা গেছেন ৮৬ জন।
আজ বুধবার (০২ নভেম্বর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৯৪ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৬০০ জন এবং ঢাকার বাইরে ৪৯৪ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ১ হাজার ৯৪ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭৫০ জনে।
ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৩৩২ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৪১৮ জন। এতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ২রা নভেম্বর পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি ছিলেন ৪০ হাজার ১০১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছিলেন ৩৬ হাজার ১৯৯ জন।