তজুমদ্দিনে ব্যাধি সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য কর্মিদের ট্রেণিং অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৩ এএম, ১২ জানুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০১:৪৫ এএম, ২৫ নভেম্বর,সোমবার,২০২৪
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ভোলার তজুমদ্দিনে হাসপাতালের স্বাস্থ্য কর্মিদের ব্যাধি সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১১ জানুয়ারী) দুপুর ২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কবির সোহেলের সভাপতিত্বে বক্তৃতা করেন হাসপাতালের আরএমও ডা. হাসান শরীফ, মেডিকেল অফিসার ডা. ফারহান নাসিম, ইউনিসেফের আই.পি.সি অফিসার ডা. আতিকুর রহমান, ইউনিসেফের এম.এন.সি.এ.এইচ অফিসার ডা. ফারহানা আহাম্মেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুশান্ত চন্দ্র, ইপিআই টেকনিশিয়ান মিজানুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লিটন প্রমুখ।