ভ্যাকসিনের কোনও অভাব হবে না-স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩১ এএম, ১০ জানুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০২:১০ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চীন, রাশিয়া ও আমেরিকাসহ বিভিন্ন দেশ আমাদের ভ্যাকসিন দিতে চাচ্ছে। আমরা সব দরজা খুলে রেখেছি। ভ্যাকসিনের কোনও অভাব হবে না।
আজ শনিবার দুপুরে মানিকগঞ্জে দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে মন্ত্রী এ কথা বলেন। এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসের শুরুর দিকে দেশ করোনার ভ্যাকসিন পাবে বলেও জানিয়েছেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফাইজার কোম্পানি বিনামূল্যে আমাদেরকে কিছু ভ্যাকসিন দিবে যেটা তারা আমেরিকা ও ইউরোপে দিচ্ছে। আমরা সেই ভ্যাকসিন করোনার সম্মুখযোদ্ধাদের মাঝে বিতরণ করব।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিনের সঞ্চালনায় এ সময় জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।