গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২৪, শনাক্ত ২৫৮৪ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৯ পিএম, ১৮ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ০৮:২১ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
করোনার শনাক্তের হার প্রতিদিনই কমছে। দৈনিক শনাক্তের হার ১০ শতাংশের নিচে নেমেছে। তবে বাড়ছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৯৩১ জনে। নতুন শনাক্তের ৫৬ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। নতুন করে শনাক্ত হয়েছেন ২৫৮৪ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৩৫৩৯ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ২৯ হাজার ১৫৪ জন। দৈনিক শনাক্তের হার ৯ দশমিক ৩১ শতাংশে পৌঁছেছে। যা আগের দিন এই সংখ্যা ছিল ১০ দশমিক ২৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৯৯৮৮ জন এবং এখন পর্যন্ত ১৭ লাখ ৩৭ হাজার ৮৫৪ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৭৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৬৯২টি নমুনা সংগ্রহ এবং ২৭ হাজার ৭৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৩১ লাখ ৫৮ হাজার ৭৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯ দশমিক ৩১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক শূন্য ৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।