গত ২৪ ঘণ্টায় আরও ২৭ জনের মৃত্যু, শনাক্ত ৫২৬৮ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৮ পিএম, ১১ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ০৫:৫৬ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
দেশে করোনার শনাক্তের হার ও মৃত্যু ধীরে ধীরে কমছে। গত ২৪ ঘণ্টায় আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৭৭১ জনে। নতুন শনাক্তের ৫৬ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। নতুন করে শনাক্ত হয়েছেন ৫২৬৮ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৭২৬৪ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৮ লাখ ৯৯ হাজার ৮০৩ জন। দৈনিক শনাক্তের হার ১৫ দশমিক ৪৬ শতাংশে পৌঁছেছে। যা আগের দিন এই সংখ্যা ছিল ১৬ দশমিক ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১১৩৫৩ জন এবং এখন পর্যন্ত ১৬ লাখ ৫৫ হাজার ৯৮১ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৭১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৮৯৬টি নমুনা সংগ্রহ এবং ৩৪ হাজার ৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ২৯ লাখ ৩২ হাজার ৭৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ দশমিক ৪৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ১৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৭ জনের মধ্যে ১৫ পুরুষ এবং ১২ জন নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৩৭০ জন এবং নারী ১০ হাজার ৪০১ জন।
তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের ৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের ৭ জন, ৪১ থেকে ৫০ বছরের ১ জন, ৩১ থেকে ৪০ বছরের ১ জন, শূন্য থেকে ১০ বছরের ১ জন রয়েছেন।
মারা যাওয়া ২৭ জনের মধ্যে ঢাকায় ১৪ জন, চট্টগ্রামে ৫ জন, রাজশাহী ১ জন, খুলনা ৪ জন, বরিশার ১ জন, সিলেট ২ জন রয়েছেন। মারা যাওয়া ২৭ জনের মধ্যে ২৩ জন সরকারি হাসপতালে এবং বেসরকারি হাসপাতালে ৪ জন মারা গেছেন।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ২৯৩৪ জন। যা একদিনে মোট শনাক্তের ৫৫ দশমিক ৬৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ৩৩৮৬ জন, ময়মনসিংহ বিভাগে ৯৬ জন, চট্টগ্রাম বিভাগে ৮০৪ জন, রাজশাহী বিভাগে ২৬৬ জন, রংপুর বিভাগে ২০৪ জন, খুলনা বিভাগে ২৪০ জন, বরিশাল বিভাগে ১২৬ জন এবং সিলেট বিভাগে ১৪৬ জন শনাক্ত হয়েছেন।