বাংলাদেশে জরুরি ব্যবহারে অনুমতি পেল কোভিশিল্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৬ পিএম, ৮ জানুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ০২:১৬ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার ভ্যাকসিনের ভারতীয় সংস্করণ কোভিশিল্ড জরুরি ব্যবহারের জন্য আমদানি ও বিতরণের অনুমোদন দিয়েছে সরকার। ওষুধ প্রস্তুতকারক কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসকে এই অনুমতি দেওয়া হয়েছে।
জানা গেছে, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এই অনুমোদনের ফলে ভ্যাকসিনটি আমদানি করে দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বিতরণ করতে পারবে।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) উপ-পরিচালক মো. সালাউদ্দিন।
তিনি বলেন, ‘কোভিশিল্ড জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। ফলে করোনার এই টিকা সরকারি ও বেসরকারি হাসপাতাল কিংবা কোনো টিকা কর্মসূচিতে সরবরাহ করতে পারবে প্রতিষ্ঠানটি।’
এর আগে বৃহস্পতিবার দুপুরে ১৪ সদস্যের বিশেষজ্ঞ কমিটি ওষুধ প্রশাসন অধিদপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে টিকাটির জরুরি অনুমোদনের বিষয়ে সুপারিশ করে।
মো. সালাউদ্দিন আরো বলেন, ‘জরুরি ব্যবহারের জন্য এই টিকা অনুমোদন দিয়েছে যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ)। সে কারণে আমাদের পক্ষেও অনুমোদন দেওয়া সম্ভব হয়েছে।’