দেশে করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত- ১৭৭
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৬ পিএম, ১১ ডিসেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ০৮:০০ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে পাঁচজনের মৃত্যু হয়েছে। এই পাঁচজনই নারী। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ২২ জনে। গতকাল শুক্রবার করোনায় একজনের মৃত্যু ও শনাক্ত হয়েছিলেন ২৬৯ জন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৭৭ জন। দেশে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৯৯৬ জনে।
আজ শনিবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৫ হাজার ৫৭৯ জনের নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৬৩২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ১৭৭ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ১৩ শতাংশ।
এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ১ কোটি ১০ লাখ ৯৮ হাজার ৫৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৯৯৬ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের সবাই নারী ও তাদের বয়স ৩১ থেকে ৮০ বছরের মধ্যে। বিভাগওয়ারি হিসাবে ঢাকা বিভাগে চারজন ও চট্টগ্রাম বিভাগে একজন মারা গেছেন।