গত ২৪ ঘণ্টায় আরও ২০, আক্রান্ত ১ হাজার ১৬৩ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৭ পিএম, ২৫ ডিসেম্বর,শুক্রবার,২০২০ | আপডেট: ০২:০৬ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২০ জনের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার হিসেবে এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩৯৮ জনে।
এছাড়া একই সময়ে নতুন নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ১৬৩ জন। এর মধ্যদিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৭ হাজার ২৬৫ জন হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১৬৩ ল্যাবে আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার জন্য গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৫১০টি এবং পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১৩ হাজার ৬৯৫টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩১ লাখ ৪৯ হাজার ৩৪৮টি।