গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৮, আক্রান্ত ১ হাজার ৯০৭ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০৬ পিএম, ১৭ সেপ্টেম্বর,শুক্রবার,২০২১ | আপডেট: ০৭:৪২ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ১৪৭ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৯০৭ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৪০ হাজার ১১০ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক ৪১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯১৯ জন এবং এখন পর্যন্ত ১৪ লাখ ৯৭ হাজার ৯ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮০৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ১৬৯টি নমুনা সংগ্রহ এবং ২৯ হাজার ৭৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৯৩ লাখ ৯৩ হাজার ৩৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক ৪১ শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৮ জনের মধ্যে পুরুষ ১৩ জন এবং নারী ২৫ জন। তাদের নিয়ে দেশে মোট পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৪৭৪ জন এবং নারী ৯ হাজার ৬৭৩ জন।
তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ১০০ বছলের উপরে ১ জন, ৯০ থেকে ১০০ বছরের মধ্যে ১ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ২১ থেকে ৩০ বছরের ১ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।