গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান আজ শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৩ পিএম, ৭ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৪:৪৮ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
সারা দেশে গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) আজ সকাল ৯টা থেকে এ কার্যক্রম শুরু হয়। চলবে বিকাল ৩টা পর্যন্ত। শহরে সিটি করপোরেশনগুলোর ওয়ার্ড কাউন্সিলরের অফিস ও গ্রাম পর্যায়ে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে গণটিকার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এর আগে ৭ই জুলাই দেশব্যাপী গণটিকা কার্যক্রমের প্রথম ডোজ দেওয়া শুরু হয়েছিল। এই কার্যক্রমের আওতায় দেশব্যাপী একযোগে ৫০ লাখ ৭১ হাজার মানুষ গণটিকায় অংশ নিয়ে প্রথম ডোজ টিকা গ্রহণ করেন। টিকাদান কর্মসূচি সফল করতে কাজ করছে রেড ক্রিসেন্ট সোসাইটি।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অন্তঃসত্ত্বা নারীরা এসএমএস না পেলেও তারা নিবন্ধিত কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। তবে এএনসি কার্ড বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শপত্র, যাতে উল্লেখ থাকবে তিনি অন্তঃসত্ত্বা‑ সেটি সঙ্গে নিয়ে যেতে হবে।
সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৪ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ওয়ার্ডটির রায়েরবাজার কমিউনিটি সেন্টারের বাইরে লাইনে দাঁড়িয়ে লোকজন টিকার দ্বিতীয় ডোজ নিতে অপেক্ষা করছেন। লাইনে কোনো বিশৃঙ্খলা না থাকলেও পুলিশ ও আনসার সদস্যরা সেন্টারের বাইরে শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পালন করছেন।
তবে যাঁরা প্রবীণ ও শারীরিকভাবে অসুস্থ—এমন লোকজনকে টিকা নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে কেন্দ্রের ভেতরে ঢোকানো হয়। এ ছাড়া ১০ জন করে নারী ও পুরুষকে পর্যায়ক্রমে টিকার জন্য কেন্দ্রের ভেতরে ঢোকানো হয়। কমিউনিটি সেন্টারের নিচতলায় পুরুষদের ও দ্বিতীয় তলায় নারীদের টিকা দেওয়া হয়।
আজ ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের নির্ধারিত ৫৪টি কেন্দ্রেই টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। নির্ধারিত তিন দিনের প্রতিদিন প্রতিটি কেন্দ্রেই প্রথম ডোজের দ্বিগুণসংখ্যক, অর্থাৎ ৭০০ জনকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। গত ৭ ও ৮ আগস্টে প্রথম ডোজ টিকা গ্রহণকারীরা আজ টিকা নিচ্ছেন। গত ৯ ও ১০ আগস্টে টিকা গ্রহণকারীরা ৮ সেপ্টেম্বর এবং ১১ ও ১২ আগস্টে টিকা গ্রহণকারীরা ৯ সেপ্টেম্বর টিকা নেওয়ার সুযোগ পাবেন। যে কেন্দ্র থেকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছিল, একই কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজের টিকা নেওয়া যাবে।
ডিএনসিসির নির্ধারিত ৫৪টি টিকাকেন্দ্রে গত ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত একযোগে পরিচালিত গণটিকার আওতায় ১ লাখ ১৩ হাজার ৪০০ জনকে কোভিড-১৯–এর টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছিল।