২৪ ঘণ্টায় আরও ৮ ডেঙ্গু রোগী ভর্তি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:২১ এএম, ১৫ ডিসেম্বর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ০১:৩৬ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ৪০ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ঢাকায় ভর্তি রয়েছেন ৩১ জন আর ঢাকার বাইরে রয়েছেন ৯ জন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে। সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ১ হাজার ৩৪৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ২৯৯ জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে এখন পর্যন্ত আটটি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। আইইডিসিআর চারটি ঘটনার পর্যালোচনা সমাপ্ত করে তিনটি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে। গত বছর দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয় এবং সরকারি পরিসংখ্যান অনুসারে মশাবাহিত এ রোগে তখন ১৭৯ জন মারা যান।