অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজ নিতে এসএমএস লাগবে না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪১ এএম, ২৪ আগস্ট,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১২:১০ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার (কোভিশিল্ড) কোভিড টিকার প্রথম ডোজ গ্রহণকারীদের দ্রুততম সময়ের মধ্যে কেন্দ্রে গিয়ে দ্বিতীয় ডোজ টিকা নিতে বলেছে স্বাস্থ্য অধিদফতর। এজন্য এসএমএসের অপেক্ষায় থাকতে হবে না।
আজ সোমবার অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টার-এমআইএসের এক জরুরি ঘোষণায় বলা হয়, যারা অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ১ম ডোজ গ্রহণ করে দীর্ঘদিন অপেক্ষা করে আছেন, তারা নিকটবর্তী কেন্দ্রে যোগাযোগ করে দ্রুততম সময়ের মধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণ করুন।
এমআইএসের পরিচালক ও এইচআইএস অ্যান্ড ই- হেলথের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, দ্বিতীয় ডোজ নেয়ার জন্য (নাগরিকদের) এসএমএস পাওয়ার কথা। যদি নাও পায় তাহলেও কেন্দ্রে যাবে। টিকা কার্ডটা নিয়ে গিয়ে বলতে হবে ফার্স্ট ডোজ নিয়েছি। তাহলেও টিকাদান কর্মীরা টিকা দিয়ে দেবে।
প্রসঙ্গত, দেশে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়ার মধ্য দিয়ে ৭ ফেব্রুয়ারি গণটিকাদান কার্যক্রম শুরু হয় । প্রতিষ্ঠানটির কাছ থেকে ৩ কোটি ডোজ টিকা কেনার চুক্তির পর দুই চালানে ৭০ লাখ ডোজ টিকা পাওয়া যায়। এছাড়া ভারত সরকারের উপহার হিসেবে আরও ৩২ লাখ ডোজ টিকা পায় বাংলাদেশ।