গত ২৪ ঘণ্টায় আরও ২৩৫ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২১ পিএম, ৩ আগস্ট,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৪:৫২ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ২৩৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৩৯৭ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৭৭৬ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১২ লাখ ৯৬ হাজার ৯৩ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৮ দশমিক ৫৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ২৯৭ জন এবং এখন পর্যন্ত ১১ লাখ ২৫ হাজার ৪৫ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, ৬৯৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৫৭ হাজার ২৯৭টি নমুনা সংগ্রহ এবং ৫৫ হাজার ২৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৭৮ লাখ ৯৯ হাজার ১৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৮ দশমিক ৫৪ শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৮০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ।