বদলি নয়, চিকিৎসকদের হাসপাতালে সংযুক্ত করা হয়েছে - স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৫ এএম, ৭ জুলাই,
বুধবার,২০২১ | আপডেট: ১২:৩২ পিএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দেশের বিভিন্ন হাসপাতালে করোনার রোগী বাড়তে থাকায় হাসপাতালে চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন। এ কারণে করোনাকালীন সংকট থেকে উত্তরণের জন্য মেডিকেল কলেজগুলো থেকে চিকিৎসকদের হাসপাতালগুলোতে সংযুক্ত করা হয়েছে। করোনারকালীন সংকট কেটে গেলে তারা আবার পূর্বের কর্মস্থলে ফিরে যাবেন। এটাকে বদলি বলা যায় না। তাদেরকে হাসপাতালগুলোতে সংযুক্ত করা হয়েছে। সম্প্রতি এক সঙ্গে ১৩ শ চিকিৎসকের বদলি প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী টেলিফোনে এই তথ্য জানান।
মন্ত্রী জানান, এই মুহূর্তে মেডিকেল কলেজের চিকিৎসকদের কাজের চাপ কম। হাসপাতালগুলোতে বেশি। তাই তাদের সাময়িক সময়ের জন্য সেখানে পাঠানো হয়েছে।
জাহিদ মালেক জানান, রাশিয়া থেকে করোনার ভ্যাকসিন আনার বিষয়ে চুক্তির প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এখন রাশিয়া থেকে তাদের ফিরতি ম্যাসেজ পেলে কত পরিমাণ টিকা কত দামে আনা যাবে, কবে নাগাদ আনা যাবে সেসব বিষয় চূড়ান্ত হবে।
তিনি জানান, আশা করছি চলতি জুলাইয়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।