২৪ ঘণ্টায় করোনায় আরো ৫০ জনের মৃত্যু, শনাক্ত ৩৩১৯
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৪ পিএম, ১৫ জুন,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৫:১৯ পিএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
মহামারি করোনাভাইরাসে দেশে ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫০ জন। এ নিয়ে দেশে মোট মারা গেলেন ১৩ হাজার ২২২ জন। এ ছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৩৩১৯ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ৮ লাখ ৩৩ হাজার ২৯১ জন। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৪ দশমিক ২৭।
আজ মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে, গতকাল সোমবার করোনায় ৫৪ জনের মৃত্যু হয়। এ ছাড়া শনাক্ত হয় ৩০৫০ জন।
আজকের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২,২৪৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৭১ হাজার ৭৩ জন। ২৪ ঘণ্টায় করোনার নমুনা টেস্ট করেন ২৩ হাজার ২৬৫ জন।