লাকসামে বাকপতিবন্ধী জাহিদ ১০ দিন ধরে নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫২ পিএম, ৩০ মে,রবিবার,২০২১ | আপডেট: ০৩:১০ পিএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউপির দোখাইয়া গ্রামের বাকপতিবন্ধী জাহিদুল ইসলাম (২০) নিখোঁজের ১০ দিন পার হলেও তার খোঁজ এখনও মেলেনি। তবে এ নিয়ে নানা বির্তকের জন্ম দিচ্ছে এলাকার জনমনে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, বাকপতিবন্ধী জাহিদ ওই গ্রামের মৃত আবদুস সামাদের ২য় সংসারের একমাত্র সন্তান এবং ১ম সংসারের অহিদুল ইসলাম নামে আরেকটি সন্তান রয়েছে। মৃত সামাদ মিয়ার মৃত্যুর পর ২ সংসারের ২ ছেলের মাঝে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। যা পরবর্তীতে স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালত পর্যন্ত গড়ায়।
গত ২০ মে ২০২১ বাকপতিবন্ধী জাহিদ হঠাৎ করে নিখোঁজ হয় এবং দীর্ঘ ১০ দিন পার হলেও তার কোন খোঁজ পাওয়া যায়নি। এ ব্যাপারে তার বড় সৎ ভাই অহিদুর রহমান বাদী হয়ে লাকসাম থানায় সাধারণ ডায়রি করেছে।
অপরদিকে নিখোঁজ জাহিদের মা অজিবা খাতুন (৬০) পুত্র শোকে এখন বাকরুদ্ধ। একমাত্র সন্তানকে ফিরে পেতে স্বজনদের বাড়ী ও গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে। খবর পেয়ে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল ওই গ্রামে গেলে মৃত সামাদ মিয়ার ১ম সংসারের ছেলে অহিদুল ইসলামকে বাড়িতে পাওয়া যায়নি।
নিখোঁজ জাহিদ দীর্ঘদিন ধরে পার্শবর্তী আশিঁরপাড় বাজারে একটি ফার্নিচার দোকানে চাকরি করতো।
এ ব্যাপারে স্থানীয় মেম্বার ইমন হোসেন জানায়, দোখাইয়া গ্রামের মৃত সামাদ মিয়ার ২য় সংসারের বাকপতিবন্ধী জাহিদ নিখোঁজের খবর শুনে তাৎক্ষনিক তাদের বাড়ি যাই এবং ১ম সংসারের সন্তান অহিদ মিয়াকে সাথে নিয়ে লাকসাম থানায় সাধারন ডায়রি করে দেই।