ঝিনাইদহে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ, ভাংচুর লুটপাট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৪ পিএম, ২৮ মে,শুক্রবার,২০২১ | আপডেট: ০৭:৪৭ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
সামাজিক ও দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর গ্রামের পুর্বপাড়ায় প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার (২৭ মে) রাত ১১ টার দিকে পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরনের সমর্থকদের সাথে গিয়াস উদ্দিনের সমর্থকদের বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটে।
গ্রামবাসি জানায় গত ১৬ মে মধুপুর গ্রামে তর্ক-বিতর্কের এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সেই ঘটনার জের ধরে বৃহস্পতিবার মধ্যরাতে শহিদুল ইসলাম হিরন সমর্থক আমজাদ মোল্লা, বশির উদ্দিন, মিজানুর, রিপনের নেতৃত্বে শতাধিক লোকজন দেশীয় অস্ত্র নিয়ে গিয়াস উদ্দিনের সমর্থকদের বাড়িঘরে হামলা চালায়।
এসময় ওই গ্রামের সবেদ মীর, আব্দুল্লাহ, ফিরোজ, নুর ইসলাম, মাসুদ হোসেন, বাটুল, আবু হানিফ, সুলতান, মতিয়ার, নান্টু, কামালের দোকানসহ ১২ টি বাড়ি ভাংচুর করা হয়। গরু, ছাগল, কবুতর, ধান লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করে ভুক্তভোগিরা।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার পর থেকে এলাকায় পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।