

ধামরাইয়ে ছাত্রলীগ নেতা রুবেলের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৩ এএম, ২৬ মে,
বুধবার,২০২১ | আপডেট: ১২:৫৫ এএম, ২২ সেপ্টেম্বর,শুক্রবার,২০২৩

ঢাকার ধামরাইয়ে উপজেলা ছাত্রলীগের ১ নং যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল রুবেলের বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল করেছে উপজেলা ছাত্রলীগ। এ সময় বিক্ষুব্ধ মিছিলকারীরা তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানান। তাদের অভিযোগ, এ ছাত্রলীগের নেতার অমানুষিক নির্যাতনের শিকার হয়েছেন উপজেলা ছাত্রলীগের নেতা জামিল হোসেন। জামিলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তার জুলুম অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে আজ মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়েকর ধামরাইয়ের থানা রোড প্রেসক্লাবের সামনে মিছিল ও মানববন্ধন করেন উপেজলা ছাত্রলীগ। মানববন্ধনে ছাত্রলীগ নেতা আবির আহমেদ মেহেদি কাজী আব্দুল্লাহ, ফারদীন খান, শুক্ক হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলা ছাত্রলীগের ১ নং যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল রুবেলের সঙ্গে তার রাজনৈতিক কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে যান উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী জামিল হোসেন। এক পর্যায়ে তাদের মধ্যে বাগবিতন্ডা হয়। এ সময় রুবেল তার অনুসারীদের নিয়ে বেধড়ক মারধর করেন জামিলকে। আহতাবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় রুবেলের বিরুদ্ধে ধামরাই থানায় অভিযোগ দায়ের করেন জামিল। এ ঘটনার প্রতিবাদে তার বিরুদ্ধে ঝাডু ও জুতা মিছিল করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ ব্যাপারে ঢাকা জেলা ছাত্রীলীগের সভাপতি সাইদুল ইসলাম মুঠোফোনে সাংবাদিকদের জানান, মারধরের ঘটনার সত্যতার প্রমাণ পেলে কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাথে আলাপ করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।