সিলিন্ডার বেধে মাকে হাসপাতালে নেওয়া ছেলেকে সংবর্ধনা দিলো উপজেলা প্রশাসন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৭ পিএম, ২৩ মে,রবিবার,২০২১ | আপডেট: ০৯:০৬ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
ঝালকাঠির নলছিটি উপজেলায় করোনা আক্রান্ত মাকে অক্সিজেন সিলিন্ডার পিছনে বেধে মোটরসাইকেল করে হাসপাতালে নেওয়া ছেলেকে সংবর্ধনা দিলো উপজেলা প্রশাসন।
গতকাল শনিবার (২২ মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার করোনা জয়ী মা ও ছেলেকে সম্মাননা স্মারক তুলে দেন।
ঝালকাঠি ও নলছিটি উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ এ আয়োজনে উপস্থিত ছিলেন।
গত ১৭ এপ্রিল টিটুর করোনা আক্রান্ত মা বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রেহেনা পারভিনকে মোটরসাইকেল করে সিলিন্ডার পিছনে বেধে হাসপাতালে নিয়ে যান ব্যাংক কর্মকর্তা ছেলে জিয়াউল হাসান টিটু। ঢাকা পটুয়াখালী বিশ্বরোড থেকে মোটরসাইকেলের পিছনে সিলিন্ডার সহ মায়ের ছবি তোলেন বরিশাল ট্রাফিক বিভাগের সার্জেন্ট তৌহিদ।
পুলিশ উপ পরিদর্শক ছবিটি তার ফেসবুকে পোস্ট দিলে তা ভাইরাল হয়ে যায়। তখন বিভিন্ন মিডিয়ায় খবরটি প্রচারিত হয়। ৬ দিন হাসপাতালে থেকে মা সুস্থ হয়ে বাসায় ফেরার পর ছেলে করোনায় আক্রান্ত হন।
গতকাল করোনা জয়ী মা ও ছেলেকে সংবর্ধনা দিলো নলছিটি উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার বলেন, আমার চাকরির আট বছরের ইতিহাসে এটিই সবচেয়ে বড় আনন্দের অনুষ্ঠান। আমি মা ও সন্তানদের সাফল্য কামনা করি।