কমলগঞ্জে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে উন্মুক্ত আলোচনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৩ পিএম, ২৩ মে,রবিবার,২০২১ | আপডেট: ১১:২৪ এএম, ৭ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
জীববৈচিত্র্য দিবস উপলক্ষে পরিবেশবাদী সংগঠনগুলোর উন্মুক্ত আলোচনা ও মতবিনিময়। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস ২০২১ উপলক্ষে গতকাল শনিবার (২২ মে) বিকেল ৪ ঘটিকায় কমলগঞ্জ উপজেলার জানকিছড়া রেসকিউ সেন্টারে জীববৈচিত্র্য সংরক্ষণে প্রাকৃতিক বনের গুরুত্ব বিষয়ে উন্মুক্ত আলোচনা ও মতবিনিময় করা হয়।
পরিবেশবাদী সংগঠন বাপা এর আয়োজনে বনবিভাগের সহযোগীতায় এবং কমলগঞ্জ-শ্রীমঙ্গল উপজেলার পরিবেশবাদী সংগঠন লাউয়াছড়া জীববৈচিত্র্য রক্ষা কমিটির সমন্বয়ে জীববৈচিত্র্য সংরক্ষণে প্রাকৃতিক বনের গুরুত্ব শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।
বিভাগীয় বন কর্মকর্তা, রেজাউল করিম এর সভাপতিত্বে ও বাপা সিলেট জেলার সভাপতি আব্দুল করিম কিম এর সঞ্চালনায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ জামিল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাপার মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক সালেহ সোহেল, হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম, পরিবেশবাদী ও সাংবাদিক রিপন দে, সাংবাদিক আফরোজ আহমদ, জীববৈচিত্র্য রক্ষা কমিটি কমলগঞ্জ এর সভাপতি মনজুর আহমদ আজাদ মান্না, জীববৈচিত্র্য রক্ষা আন্দোলন শ্রীমঙ্গল এর সভাপতি জলি পাল, সাধারন সম্পাদক শামসুল ইসলাম, কমলগঞ্জ শাখার সহ-সভাপতি অজানা আহমেদ কামরান, সম্পাদক ও দৈনিক দিনকাল কমলগঞ্জ প্রতিনিধি মোঃ আহাদ মিয়া, সহ-সাধারন সম্পাদক ও দৈনিক অবজারভার কমলগঞ্জ প্রতিনিধি সালাউদ্দিন শুভ, সাংবাদিক এসকে দাস সুমন, হৃদয় দাস সহ প্রমুখ।
এ সময় বক্তারা লাউয়াছড়া জীববৈচিত্র্য সংরক্ষণে প্রাকৃতিক বনের গুরুত্ব সহ বন ও বণ্যপ্রাণী রক্ষার বিষয়ে বেদখলকৃত বনভূমি উদ্ধার নিয়ে আলোচনা করেন।