রোজিনা ইসলামের মুক্তির দাবীতে উত্তাল বরিশালের রাজপথ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৭ পিএম, ২০ মে,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১২:০৪ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
প্রথম আলোর অনুসন্ধানী প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে উত্তাল বরিশালের রাজপথ। বিভিন্ন সাংবাদিক সংগঠন মানববন্ধন, বিক্ষোভ, স্বেচ্ছাকারাবরণ কর্মসূচী ঘোষণা করেছে।
গতকাল বুধবার (১৯ মে) বরিশাল সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক শাহ সাজেদা, রিপোর্টারস ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক মিথুন সাহা, সাবেক সভাপতি সুশান্ত ঘোষ। খন্দকার মনিরুল আলম'র সভাপতিত্বে এ কর্মসূচী পালিত হয়।
শহীদ আব্দুর রবি সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের আয়োজনে সভাপতি অ্যাডভোকেট মু. ইসমাঈল হোসেন নেগাবান মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সদস্য নজরুল ইসলাম চুন্নু,বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, আমজাদ হোসাইন, সৈয়দ দুলাল, পুলক চ্যাটার্জ্জি প্রমূখ।
বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি আনিসুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান আক্তার ফারুক শাহীন, বরিশাল বাম গণতান্ত্রিক জোট সভাপতি দুলাল মজুমদারের সভাপতিত্বে জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অধ্যাপক মিজানুর রহমান, বাসদ জেলা সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন।
সাংবাদিক রোজিনা ইসলামের শ্বশুরবাড়ি বানারীপাড়ায় প্রেসক্লাবের সভাপতি রাহাত সুমনের নেতৃত্বে সাংবাদিকবৃন্দ স্বেচ্ছায় কারাবরনের ঘোষণা দিলে ওসি সাংবাদিকদের আশ্বস্ত করেন, সাংবাদিক জাতির দর্পন। আপনাদের দাবী উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে। কারাবরণ সমাধান নয়।