চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ডা.শাহাদাতের মুক্তি লাভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৩ পিএম, ১৯ মে,
বুধবার,২০২১ | আপডেট: ০৭:৫৩ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক জনতার মেয়র ডাক্তার শাহাদাত হোসেন মুক্তি পেয়েছেন।
আজ বুধবার বিকেল তিনটায় তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন। মুক্তি পেয়ে তিনি সরাসরি তার বাসায় যান।
ডা. শাহাদাত জেল থেকে বের হবে এই উপলক্ষে নেতাকর্মীরা জেলগেটে উপস্থিত হন । কিন্তু জেল খেটে ছিল প্রচুর পুলিশ মোতায়ন। পুলিশ কাউকে মুক্তি লাভ করার ডা.শাহাদাতের সাথে দেখা করতে দেয়নি। ডা. শাহাদাত কে তুলে দেন তার গাড়িতে।
গত ২৯ শে মার্চ দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের পর সন্ধ্যায় ট্রিটমেন্ট হাসপাতাল থেকে ডাক্তার শাহাদাত কে গ্রেপ্তার করে পুলিশ। সংঘর্ষের ঘটনায় দুটি মামলা ছাড়াও ডা.লুচি খানের চাঁদাবাজির মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
আশির দশকের ছাত্র রাজনীতি থেকে শুরু করে বাংলাদেশে জাতীয়তাবাদের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনিশ-দফাকে ভালোবেসে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছিলেন সে মেধাবী ছাত্রনেতা ডাঃ শাহাদাত হোসেন ।
চট্টগ্রামের উত্তর, দক্ষিণ, মহানগরীর সবচেয়ে বেশি নির্যাতিত নেতাদের মধ্যে আসলাম চৌধুরীর পর ডাঃ শাহাদাত কথা বলতে হয়।অনেক নির্যাতিত হয়েছেন। উনার বৃদ্ধ মাকে পর্যন্ত পুলিশ নির্যাতন করেছেন।
চট্টগ্রাম এর তৃণমূল নেতা-কর্মীদের প্রাণ ডাঃ শাহাদাত হোসেন এটায় প্রমানিত হয়েছে ইতিমধ্যে।দলের জন্য অর্থ-সম্পদ সবকিছু বিসর্জন দিয়েছেন তিনি । চট্টগ্রামের নেতা কর্মী বিপদে শাহাদাত পাশে দাঁড়াতেন । অসুস্থ নেতাকর্মীদের বাসায় দেখার জন্য বাসায় ছুটে যেতেন এবং সাধ্যমতো সাহায্য করতেন।গত করোনা মহামারির সময় কীভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম বাসী দেখেছেন। সিটি কর্পোরেশন এবং জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তিনি। জনসমর্থন থাকা স্বত্তেও সরকারের ষড়যন্ত্রে তার বিজয়কে চিনিয়ে নেয়া হয়। এরপরও তিনি জনতার মেয়র হিসেবে পরিচিতি লাভ করেন।