সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমারখালীতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৮ পিএম, ১৯ মে,
বুধবার,২০২১ | আপডেট: ১১:১৫ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও দীর্ঘ সময় আটকে রেখে সাজানো মামলায় জড়ানোর প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিকেরা।
আজ বুধবার (১৯ মে) কুষ্টিয়ার কুমারখালীতে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।
কর্মসূচিতে অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। এ ছাড়া রোজিনা ইসলামকে হেনস্তা করার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান ও পেশাগত দায়িত্বপালনে সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।
কুমারখালীর সর্বস্তরের সাংবাদিকদের উপস্থিতিতে মানববন্ধন কর্মসূচিতে কাঙাল হরিনাথ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি কেএমআর শাহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাঙাল হরিনাথ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লিপু খন্দকার, এটিএন বাংলার ষ্টাফ রিপোর্টার কেএইচ তুহিন আহমেদ, কুমারখালী রিপোর্টার্স ইউনিটির সভাপতি কেএম সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক ফরহাদ আমির টিপু, আজকের পত্রিকার কুমারখালী প্রতিনিধি মিজানুর রহমান নয়ন, বাংলা টিভির কুমারখালী প্রতিনিধি মাহবুব উল আহসান উল্লাস, বিজয় টিভি প্রতিনিধি তানভীর লিটন, অপরাধ অনুসন্ধান প্রতিনিধি গোলাম সরোয়ার, এস টিভি প্রতিনিধি মনোয়ার হোসেন, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মাহমুদ শরীফ, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মোশাররফ হোসেন, খোকসা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পুলক সরকার প্রমুখ।
সঞ্চালনা করেন অপরাধ অনুসন্ধান পত্রিকার জেলা প্রতিনিধি মাহমুদ হাসান।