ঈদের দিনে শ্রীমঙ্গল পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভির মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৭ পিএম, ১৫ মে,শনিবার,২০২১ | আপডেট: ০৩:৫৪ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
মৌলভীবাজার শ্রীমঙ্গলে ঈদের দিনে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকার সরকারি নির্দেশনা থাকলেও সরকারি নির্দেশনাকে তোয়াক্কা না করে খুলে দেওয়া হয় শ্রীমঙ্গলের পর্যটন কেন্দ্রগুলো।
গতকাল (১৪ মে) শুক্রবার ঈদের দিনে বিকাল ৪টায় সরেজমিন ঘুরে দেখা যায় শ্রীমঙ্গল বধ্যভূমি ও আশপাশে চা বাগান গুলোতে জনসমাগম লক্ষ্য করার মতো মানা হয়নি কোন প্রকার স্বাস্থ্যবিধি।
বধ্যভূমিতে ঘুরতে আসা মোঃ ইমান আলী বলেন, ভাই আজকে ঈদের দিন ছেলে মেয়ের আবদার রাখতে ঘুরতে আসা। এসে দেখি পর্যটক স্থানগুলো খোলা। তাই ছেলেমেয়েদের নিয়ে একটু সময় কাটিয়ে এবং তাদেরকে একটু আনন্দ দিয়ে চলে যাব।
অনিক পাল বলেন জনসমাগম দেখে বধ্যভূমিতে ঘুরতে আসি জানি করুণা কালীন সময় পর্যটক স্থানগুলো বন্ধ কিন্তু আজ ঈদের দিন বিদায় মনে হচ্ছে বদ্ধভূমি খুলে দেওয়া হয়েছে তাই একটু ঘুরতে এসেছি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বলেন, আমি খবর পেয়ে পর্যটন কেন্দ্র গুলোতে গিয়ে সেগুলো বন্ধ করে দিয়ে আসি।