বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও করোনায় ক্ষতিগ্রস্থ সালথার খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৮ পিএম, ১২ মে,
বুধবার,২০২১ | আপডেট: ১০:০২ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
ফরিদপুরের সালথায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও করোনায় ক্ষতিগ্রস্থ দুস্থ্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম এর নির্বাচনী এলাকা ও তার নিজ বাড়ি সাবেক মন্ত্রী মরহুম কেএম ওবায়েদ চত্তর লস্করদিয়ায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
কে এম ওবায়দুর রহমান স্মৃতি সংসদের আয়োজনে, ত্রান বিতরণ কালে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাবিবুর রহমান (হাবিব), নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারন সম্পাদক সাইফুর রহমান (মুকুল), ফরিদপুর জেলা যুবদল নেতা তৈয়ব হোসন, উপজেলা যুবদলের সভাপতি আলীমুজ্জামান সেলু, পৌর যুবদলের সভাপতি হেলালউদ্দিন হেলাল, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মাহমুদুল হাসান মিরান, উপজেলা শ্রমিকদলের সভাপতি মাসুদুর রহমান, পৌর সেচ্ছাসেবক দল নেতা মামুন ও উপজেলার দশ ইউনিয়ন বিএনপির সভাপতি বৃন্দ ও বিএনপির অন্যন্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। এসময় করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় দুস্থ্য ৩ শ টি পরিবারের মাঝে এই ত্রান সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেকে চাল, ডাল, লবন, তৈল সহ অন্যন্য সামগ্রী প্রদান করা হয়। এর আগে গত ১০ মে নগরকান্দা উপজেলা এলাকায় ৫শত জনের মাঝে খাদ্য সমাগ্রী বিতরণ করে কেএম ওবায়দুর রহমান স্মৃতি সংসদ। কেএম ওবায়দুর রহমান স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সালথা -নগরকান্দা ও কৃষ্ণপুর ইউনিয়নের সাধারন মানুষের আস্থার প্রতিক জননেত্রী শামা ওবায়েদ ইসলাম মুঠো ফোনে বলেন, মানুষ মানুষের জন্য, সমগ্র বিশ্ব থমকে গেছে মহামারী করোনার আঘাতে। এতে সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। নিম্ন আয়ের মানুষেরা মানবেতর জীবন-যাপন করছে। এ কারণে ফরিদপুরের নগরকান্দা উপজেলা এলাকায় দুস্থ ও অসহায় পরিবার গুলো কর্মহীন হয়ে পড়ায় তাদের পাশে কেএম ওবায়দুর রহমান স্মৃতি সংসদ থেকে সহযোগিতার চেষ্টা করছে। এর আগেও একাধিকবার করোনায় ক্ষতিগ্রস্থ্যদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। কেএম ওবায়দুর রহমান স্মৃতি সংসদ মানুষের কল্যানে কাজ করে। ভবিষ্যতেও সাধারন মানুষের পাশে থাকবো।