মিরপুরের কুর্শায় ২৫০ পরিবারকে ইদ উপহার দিলো 'স্বদিচ্ছা'
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৯ পিএম, ১১ মে,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৪:৩৮ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
তরুণ-যুবকদের সম্পূর্ণ অরাজনৈতিক,স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক একটি সংগঠন 'স্বদিচ্ছা'। কুষ্টিয়ার মিরপুর উপজেলার ১০নং কুর্শা ইউপি'র ০৯ নং ওয়ার্ড (হাউসপুর, কাটদহচর ও খালমাগুরা) কেন্দ্রিক সংগঠন এটি।
বিগত চার বছর ধরে বিভিন্ন সহযোগিতামূলক কাজের মাধ্যমে সংগঠনটি অত্র এলাকার দুস্থ, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে। প্রতি বছরের ন্যায় এবারও সংগঠনটির আয়োজনে ছিলো সেমাই, চিনি, বাদাম, কিচমিচ, ডিটারজেন্ট পাউডার ও সাবান ভর্তি স্বদিচ্ছা'র মোড়কে ২৫০ টি পরিবারের জন্য ইদ উপহার। যা ইতোমধ্যে রাতের আধারে বাড়ি বাড়ি পৌছে দিয়েছে স্বদিচ্ছা'র সদস্যরা।
এলাকার মানুষের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে আরও অনেক জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করতে চাই তরুণদের চর্তুবর্ষী এই সংগঠনটি।
সংগঠনটির একজন মুখপাত্র বলেন, ধর্ম-বর্ণ ও দল-মত নির্বিশেষে আমরা অত্র এলাকার আর্ত-মানবতার পাশে দাঁড়াতে চাই। এজন্য চাই এলাকার মানুষের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা। সংগঠনটির কার্যক্রম প্রচারবিমুখ রাখতে চেয়েছিলাম। কিন্তু বিগতদিনের একটা খারাপ অভিজ্ঞতার সাথে এবারও সহযোগিতার বদলে নতুন করে যুক্ত হয়েছে কিছু কটুক্তি! তারুণ্যের শক্তি সেই কটুক্তির মুখে চুনকালি দিয়ে এবছরও সফলভাবে পৌঁছে দিতে পেরেছে 'ইদ উপহার'।
কিন্তু শত সংকট পায়ে মাড়িয়ে 'স্বদিচ্ছা' আরও প্রগতিশীল পদক্ষেপে অগ্রসর হচ্ছে এটার জানান দিতেই আংশিক প্রচারে আসা। তাই কে, কাকে উপহার দিচ্ছে এ সংক্রান্ত কোনো ছবি ও সকল প্রকার তথ্য গোপন রেখেছি। সবশেষে, শত সংকট ও বাঁধা বিপত্তিকে তুচ্ছ জ্ঞান করে তরুণ প্রজন্ম প্রবল উৎসাহ আর উদ্দীপনা নিয়ে 'স্বদিচ্ছা'র সকল জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে,ইনশাআল্লাহ।