কুষ্টিয়ায় সেফটিক ট্যাঙ্কে নেমে ২ শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪৬ পিএম, ৭ মে,শুক্রবার,২০২১ | আপডেট: ০৩:৫৪ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কুষ্টিয়া সদরের জুগিয়া পাল পাড়ায় নির্মানাধীন সেফটিক ট্যাঙ্কের সাটারিং খোলার সময় সাদেক বাচ্চু (৪০) ও মানিক হোসেন (৩২) নামের দুই শ্রমিক নিহত হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মিরপুর উপজেলার পশ্চিম গোবিন্দপুর গ্রামের সামেদ মল্লিক এর ছেলে মিস্ত্রী সাদেক বাচ্চু কয়েকজন সহকর্মী নিয়ে গত ১০-১২ দিন আগে জুগিয়া পালপাড়ায় নিজের বোনের বাড়ির সেপ্টিট্যাংকের ঢালায় দিতে যান।
আজ শুক্রবার (৭ মে) সকালে পশ্চিম গোবিন্দপুরের বিভাগ গ্রামের মানিককে সাথে নিয়ে সেপ্টিট্যাংকের সাটারিং খুলতে বোন ও ভগ্নিপতি আমিরুল ইসলামের বাড়িতে আসেন।
ঢালায়ের সুবিধার্ধে দেয়া বাশঁখুটির সাটারিং খোলার জন্য প্রথমে সেপ্টিট্যাংকের ভেতরে নামেন হেলপার মানিক। মানিক কোন সাড়াশব্দ না করলে মিস্ত্রী সাদেক বাচ্চুও ভেতরে নামেন। এরপর তারও কোন সাড়া শব্দ না পেয়ে স্থানীয়দের খবর দেন ভগ্নিপতি আমিরুল।
স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়। সেখানেই ডাক্তার দুজনকে মৃত ঘোষনা করেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বলেন, বৃষ্টি বাদলের কারনে বাড়ির লোকজন সেপ্টিট্যাংক বন্ধ রেখেছিল। দীর্ঘসময় বন্ধ থাকায় সেখানে একধরনের গ্যাসের সৃষ্টি হয়। ধারনা করা হচ্ছে গ্যাস আর অক্সিজেন সংকটের কারনে তাদের মৃত্যু হতে পারে। ময়নাতদন্ত রিপোর্ট এলেই বিষয়টি পরিস্কার হবে।