মে দিবস মানছে না আকিজ টেক্সাটাইল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২১ পিএম, ১ মে,শনিবার,২০২১ | আপডেট: ০৫:৩৩ পিএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
আজ শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের রক্তঝরা দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষন থেকে মুক্তি পেতে ১৮৮৬ সালের এই দিনে রক্ত ঝরিয়ে ছিলেন শ্রমিকরা। দিনটি শ্রমজীবি মেহনতি মানুষের চরম আত্মত্যাগে ন্যায্য অধিকার আদায়ের এক অবিস্বরণীয় দিন। আর সেই দিনে শ্রমিক দিয়ে কাজ চালাচ্ছে মানিকগঞ্জের আকিজ টেক্সটাইল মিলস লিমিটেড।
সরকার ঘোষিত ন্যায় প্রতি বছর যথাযথ মর্যাদায় মে দিবস পালন করছে বিভিন্ন শ্রমিক সংগঠন। সরকারের এই ঘোষিত মে দিবস বন্ধের দিন মেহনতি শ্রমিকদের দিয়ে ফ্যাক্টরীতে কাজ করানো হচ্ছে।
জানা গেছে, মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের বিসিক শিল্প নগরী এলাকায় আকিজ টেক্সটাইল মিলে মে দিবসে শ্রমিক দিয়ে করাচ্ছে কর্তৃপক্ষ। ফ্যাক্টরীর সব ইউনিট প্রতিদিনের ন্যায় আজকেও চালু রাখা হয়েছে।
আকিজ টেক্সটাইলের একাধিক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, বছরের একটি দিন মে দিবস উপলক্ষে শ্রমিকদের বন্ধের দিন। আর সেই দিন কর্তৃপক্ষ আমাদের দিয়ে জোর করে মিল চালু রেখেছে। ক্ষুধার তাড়নায় চাকরী হারানোর ভয়ে বন্ধের দিনেও কাজ করতে বাধ্য হচ্ছি আমরা।
আকিজ টেক্সটাইল মিলস লিমিটেডের ম্যানেজার হুমায়ন আহম্মেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শ্রমিকদের আবেদন এবং শ্রমিক নেতাদের অবগত করেই ফ্যাক্টরী চালু রেখে শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে।
এ বিষয়ে জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল জলিল বলেন, শ্রমিকরা সব সময় নির্যাতিত। শ্রমিকদের স্বার্থ কখনো হাসিল হয় না। আজকের এই দিনে সারা বিশ্বে শ্রমিকদের মে দিবস পালিত হচ্ছে। সরকারকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বন্ধের দিনেও ফ্যাক্টরী চালু রেখে শ্রমিক দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে।
এ ব্যাপারে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, মে দিবসে সারা বিশ্বের সব মিল কারখানা বন্ধ থাকে। যদি আকিজ টেক্সটাইল মিলস কর্তৃপক্ষ বন্ধের দিন শ্রমিক দিয়ে ফ্যাক্টরী চালু রেখে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।