লালপুরে অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিল বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫৫ পিএম, ৩০ এপ্রিল,শুক্রবার,২০২১ | আপডেট: ০৬:৫৯ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের পানঘাটা গ্রামে অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে লালপুর উপজেলা বিএনপি।
নাটোরের প্রথম মন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা মরহুম ফজলুর রহমান পটল এর সহধর্মিনী, নাটোর জেলা বিএনপির অন্যতম সদস্য অধ্যক্ষ (অবঃ) কামরুন্নাহার শিরিনের নির্দেশক্রমে গতকাল বৃহস্পতিবার বিকেলে ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন নাটোর জেলা বিএনপির সদস্য, লালপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, কদিমচিলান ইউনিয়ন বিএনপির সভাপতি শফি আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল বারী, কদমচিলান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, লালপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক এমরান আলী, সদস্য হাবিবুল বাশার সুমন, লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট সহ ওই ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নের্তৃৃন্দ।
উল্লেখ্য গত ১৬ এপ্রিল রাতে ওই গ্রামে অগ্নীকান্ডে আবুল হোসেন ও আকবর আলীর বাড়ি পুড়ে যায়।