শেরপুরে মানবপাচার মামলায় পলাতক আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৪ পিএম, ২৭ এপ্রিল,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১১:৪৪ পিএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
শেরপুরে চাঞ্চল্যকর মানবপাচার মামলায় আব্দুর রহমান লিটন ওরফে কাঁচামাল (৫০) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার (২৬ এপ্রিল) রাতে পার্শ্ববর্তী জামালপুর সদর উপজেলার শরীফপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সে স্থানীয় মৃত আফসার আলী ব্যাপারীর পুত্র। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর আল মামুনের কাছে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পরে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
জানা যায়, শেরপুরের পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মদের নেতৃত্বে সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই আজিজুল হাসান, মঞ্জুরুল হক ও মোফাখখির হোসেন সঙ্গীয় ফোর্সসহ জামালপুর সদর উপজেলার শরীফপুর গ্রামে অভিযান চালায়। ওইসময় মানব পাচার মামলার পলাতক আসামি আব্দুর রহমান লিটন ওরফে কাঁচামালকে তার বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এর আগে একই মামলায় শেরপুর শহরের খরমপুর মহল্লার ওমর ফারুকের বাসা থেকে গত ৯ মার্চ রাতে ভাড়াটিয়া রুহুল আমিন ওরফে ভুট্টো ও তার স্ত্রী কল্পনা আক্তারকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ওইসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুর রহমান লিটন ওরফে কাঁচামাল পালিয়ে যায়।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মদ মানবপাচার মামলার পলাতক আসামি আব্দুর রহমান লিটন ওরফে কাঁচামালকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, সে একটি সংঘবদ্ধ মানবপাচার দলের সক্রিয় সদস্য। ঘটনার পর থেকেই সে আত্মগোপনে ছিল।
তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এর মধ্য দিয়ে ওই চাঞ্চল্যকর মামলার তদন্ত ক্ষেত্রেও যথেষ্ট অগ্রগতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।