সুনামগঞ্জের হাওরে ধান কাটলেন দুই নারী এমপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১৭ পিএম, ২৪ এপ্রিল,শনিবার,২০২১ | আপডেট: ০৮:৫৯ পিএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
সুনামগঞ্জের হাওরে এক কৃষকের জমির ধান কেটে দিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা ২ আসনের নারী সংসদ সদস্য এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি ও সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শামীমা শাহরিয়ার।
আজ শনিবার ( ২৪ এপ্রিল) সকাল ১১টায় কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি সমীর চন্দ্রের নেতৃত্বে জেলার সুনামগঞ্জ সদরের লক্ষণশ্রী ইউনিয়নের নীলপুর গ্রামের হাজিজুর রহমানের জমির এক একর ধান কেটে দিয়েছেন দুই নারী এমপি।
এসময় উপস্থিত ছিলেন- কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার টিটু, সাংগঠনিক সম্পাদক ড. হাবিবুর রহমান মোল্লা, দফতর সম্পাদক রেজাউল করিম রেজা, আইন বিষয়ক উপদেষ্টা এডভোকেট জহির উদ্দিন মিলন, সহ অর্থ সম্পাদক রেজাউল হক রাসেল, সুনামগঞ্জ জেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল কাদের প্রমুখ।